বিনা ধান-১৭

জাতঃ- বিনাধান-১৭

জীবনকালঃ- ১১২-১১৮ দিন।
বীজ তলায় বীজ বপনের সময়ঃ- জুন মাসের শেষ সপ্তাহ হতে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ (আষাঢ়ের দ্বিতীয় থেকে শেষ সপ্তাহ)।
চারার বয়সঃ-২০-২৫ দিনের চারা।
রোপণ দুরুত্বঃ- ২০X১৫ সেন্টিমিটার।
ফলনঃ- আমন মৌসুমে হেক্টরপ্রতি গড় ফলন ৬.৮ টন এবং সর্বোচ্চ ফলন ক্ষমতা ৭.৫ টন।
ফসল কাটাঃ- অক্টোম্বর মাসের শেষ সপ্তাহ হতে নভেম্বরের প্রথম সপ্তাহ
উৎসঃ- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)

Related Articles

Back to top button